স্টাফ রিপোর্টার: বোয়ালখালীতে ১ হাজার ২০০ মুরগিসহ একটি পোলট্রি খামার আগুনে পুড়ে গেছে। ১৯ জানুয়ারি শুক্রবার ভোর ৪টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব কালুরঘাট এলাকায় কামাল হোসাইনের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খামারি কামাল হোসাইন বলেন, ভোর চারটার দিকে আগুন লেগে আমার পোল্ট্রি খামার পুড়ে যায়। এই খামারে যত মুরগি ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।