স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফের বলেন, আমি পর্যায়ক্রমে আমার সংসদীয় আসনের প্রতিটি ওয়ার্ডে যাবো। এম এ লতিফের উদ্যোগে গতকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এম এ লতিফ এমপি আমার প্রতিনিধি হয়ে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যারা জীবনের মায়া তুচ্ছ করে কেন্দ্রে কেন্দ্রে সারাদিন দাঁড়িয়ে ছিলেন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে তাঁদের ও যারা মোশতাক গংদের ফাঁদে পা না নিয়ে নৌকায় ভোট দিয়েছেন সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও স্যালুট জানাতে আমি ওয়ার্ডে ওয়ার্ডে সংবর্ধনার আয়োজন করবো। আপনারা আমার ভাই, আপনারা শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগের প্রাণ। কেউ আপনাদের আমার পাশ থেকে দূরে সরাতে পারবে না। চোর ডাকাত জলদস্যু, ভূমিদস্যুরা চিহ্নিত হয়ে গেছে। ওদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বয়কট করা হবে। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, এ কে এম আক্তার হোসেন, আবদুল মাবুদ রাশেদ, আবদুল মান্নান চোধুরী, মো. ইকবাল, রিফাত আলম, ইমাম হোসেন, ইমতিয়াজ বাবলা, মন্জু চৌধুরী, ময়ুর চৌধুরী, আলো চৌধুরী, আবুল হাশেম, মো. বাটু,হাশেম, মো. দস্তগীর, মো. ফয়সাল, মো. শাহেদ, মো. জাবেদ, মো. ফয়সাল, মো. জুয়েল, মো. শহীদ, কাইয়ুম প্রমুখ।