স্টাফ রিপোর্টার: মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আজ ১৯ জানুয়ারি শুক্রবার গ্যাসের সমস্যা সমাধান হবে না। তবে আগামীকাল শনিবারের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। এদিকে সরবরাহ বন্ধ থাকায় গ্যাস নির্ভর শিল্প কারখানাতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকায় ছয় লাখের বেশি গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। এর ফলে খাবারের জন্য হোটেল, রেস্তোরাঁয় ভিড় দেখা গেছে। সেখানে দেখা দিয়েছে খাবার সংকট। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র বলছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক সমস্যা হওয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান বলেন, ‘এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ত্রুটি সমাধানের জন্য সিঙ্গাপুর থেকে এক্সপার্ট আনা হয়েছে।