• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম নগরীতে গ্যাস সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ১৯ ডিসেম্বর শুক্রবার দিনভর ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয় চট্টগ্রামবাসীকে। দিনভর নগরীতে বাসাবাড়ি, গাড়ির গ্যাস থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠানে ভোগান্তির পর শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীতে গ্যাস সরবরাহ শুরু হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস বিতরণ প্রতিষ্ঠানটি। জানা গেছে, ২০১৮ সালের পর থেকে চট্টগ্রাম পুরোপুরি আমদানি করা এলএনজি গ্যাসের ওপর নির্ভরশীল। জেলায় প্রতিদিন গড়ে ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। এর আগে গত এক মাস ধরে চট্টগ্রামের অধিকাংশ বাসা বাড়িতে গ্যাস সংকট চলছিল। এর ভেতর শুক্রবার (১৯ জানুয়ারি) হঠাৎ করেই পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বেড়ে যায় দুর্ভোগ। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড জিএম (অপারেশন) গৌতম কুন্ডু বলেন, ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে পুরোপুরি বন্ধ হয় যায় গ্যাস সরবরাহ। এতে ভয়াবহ দুর্ভোগ পড়ে পুরো চট্টগ্রাম। এদিকে পেট্রো বাংলা জানিয়েছে, ২৪ ঘণ্টার ভোগান্তি শেষে শুক্রবার রাত ১০টার দিকে গ্যাস সরবরাহ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে পারে শনিবার সকালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ