স্টাফ রিপোর্টার: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে হালদা নদীর পাড়ের মাটি কাটার ফলে হালদার পাড় পরিণত হয়েছে বিরানভূমিতে। নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদী থেকে বালু উত্তোলন করে দেদার বিক্রি করছে। সরেজমিনে দেখা গেছে, পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় রাতে হালদার পাড় কেটে সাবাড় করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় ব্রিক ফিল্ড এলাকায় মাটিভর্তি গাড়ি পারাপারে নদীর ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু। এছাড়া একই ইউনিয়নের সেবাখোলা, পাট্টিল্যার কুল ও যুগিনীঘাটা এলাকা হতে হালদার পাড়ের মাটি কেটে ড্রাম ট্রাকে করে পার্শ্ববর্তী ইটভাটাতে সরবরাহ করা হচ্ছে। স্থানীয়রা জানান, নির্বিচারে নদীর পাড় কাটার ফলে বিলীন হতে পারে বেড়িবাঁধ রক্ষায় নির্মিত ১৫৭ কোটি টাকার সিসি ব্লক। পাশাপাশি জীববৈচিত্র্য হারিয়ে হুমকির মুখে পড়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ ঘোষিত হালদা নদী। বর্ষাকালে বৃষ্টিতে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। স্থানীয় ইটভাটাগুলোতে বালু মিশ্রিত এসব মাটির চাহিদা থাকায় তা চড়া দামে বিক্রি করছে প্রভাবশালীরা। অপরদিকে সিন্ডিকেটের সদস্যরা সম্প্রতি ফকিরাচাঁন এলাকায় প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করলেও ফের মাটি-বালু বাণিজ্য শুরু হয়েছে। এসব মাটি ও বালুর গাড়ি চলাচলের কারণে স্থানীয় সড়কগুলো খানাখন্দকে পরিণত হয়েছে। ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে বাসিন্দাদের জীবন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, হালদার পাড় কাটা কিংবা এ নদী থেকে বালু উত্তোলন যারা করছে তাদের বিরুদ্ধে নদী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।