• সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:

স্ত্রীর মামলায় সোনাগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কারাগারে

অনলাইন ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার, ফেনী: দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামছুল আরেফিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ জানুয়ারি বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শামছুল আরেফিনের দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। আদালত ২০২৩ সালের ২১ নভেম্বর আরেফিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর খোয়াজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ