• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

পটিয়ায় অস্ত্র ও মদসহ ইয়াবা সুজনসহ আটক

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: পটিয়ায় চোলাই মদ,এলজি ও কার্তুজসহ ইয়াবা সুজন(২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদক ও অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় ১০০০ লিটার চোলাই মদ, ২ টি এলজি ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। সে উপজেলার উত্তর খরনা কাগজী পাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে বলে জানা যায়। এঘটনায় ৪ জনকে আসামি করে পটিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রেকর্ড হয়েছে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, পটিয়া থানাধীন উত্তর খরনা কাগজী পাড়া জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে সুজনের গোয়াল ঘরের পাশে পরিত্যাক্ত কক্ষে কতিপয় ব্যক্তি মাদক ও অবৈধ অস্ত্র সহ অবস্থান করার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন লোক সুকৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ ইয়াবা সুজনকে আটক করতে সক্ষম হলেও অপর ৩ জন আসামী পালিয়ে যায়। মামলার অন্য আসামিরা হলেন, মঞ্জু (৪০), কুফুরি মাহবুব (৫১), মোঃ নুরুল ইসলাম (৪৭)। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামি মো: নুরুল ইসলাম কে গ্রেফতার করা হয়। পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, অস্ত্র ও মাদক আইনে ৪ জন আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা রেকর্ড হয়েছে। তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী ২টি আগ্নেয়াস্ত্র (এলজি), ২টি কার্তুজ ও ১০০০ (এক হাজার) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ