স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় আরাফাতুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ১৫ মার্চ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার কাগজীপাড়া এলাকায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হন আরাফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানিয়েছেন, আরাফাতুর রহমানের আমজুর হাট থেকে মোটরসাইকেলে বাড়ির রাস্তায় প্রবেশ করছিলেন। এ সময় দ্রুতগামী একটি মিনি বাস পেছন থেকে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরতর আঘাত পায়। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কাগজীপাড়া এলাকায় যাত্রীবাহী মিনি বাস মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।