চট্টলবীর ডেস্ক : মাত্র ৪০ মিনিটের বৃষ্টিতে নগরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ১ এপ্রিল শনিবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ৫০ মিনিট পর্যন্ত বৃষ্টি ঝরে চট্টগ্রামে। এরমধ্যেই বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, বাকলিয়া, চান্দগাঁও সহ নগরীর বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় কোথাও হাটু পানি, কোথাওবা তার চেয়ে বেশি। সড়কে পানির কারণে মানুষের তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা মেঘনাথ তংচং জানান, সকাল থেকেই চট্টগ্রাম নগরসহ আশেপাশের এলাকার আকাশ ছিল মেঘলা। সকাল ৭টা ২০ মিনিট থেকে ৭টা ৫০ পর্যন্ত ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। এসময় মাঝারি বৃষ্টিপাতও হয়েছে, যা প্রায় ৪০ মিনিট স্থায়ী ছিল।