• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল ড. মাহমুদ হাসানের রাজনীতির দর্শন: এম এ সালাম

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
ড. মাহমুদ হাসানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখছেন এম এ সালাম

চট্টলবীর প্রতিবেদক : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম বলেছেন, ফটিকছড়ির কৃতিসন্তান ড. মাহমুদ হাসান আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তার জীবনের রাজনীতির দর্শন। অর্থ ভিত্তের মালিক হওয়া সত্বেও তিনি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। মানুষের কল্যানে কাজ করাই ছিল তার জীবনের ব্রত। তার মানবিক কর্মের মাঝেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ২ এগ্রিল রবিবার বিকেলে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও অসাম্প্রদায়িক রাজনীতিবীদ ড. মাহমুদ হাসানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত স্মরণ সভা সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, সাংবাদিক কাঞ্চন মহাজন, এডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, এডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, হাজী সেলিম রহমান, এডভোকেট জাহাঙ্গীর আলম, মো. নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, ইয়াসির আরফাত, নাসির উদ্দিন রিয়াজ, শফিকুর রহমান, এডভোকেট কামরুল আজম টিপু, নুরুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, ফারজানা মিলা, কোহিনুর আকতার, এডভোকেট মিলাদ আমীন, এডভোকেট আবছারুল হক, এম এইচ মানিক, মোহাম্মদ সিরাজ, হেলাল তালুকদার, আবদুল খালেক, এস এম রাফি, নুসরাত জাহান, শাহরিয়ার মাহি, আশফাক আহমেদ, নয়ন মজুমদার, ইকবাল করিম, শাহাদাত টিপু, মফিজুর রহমান বাহাদুর, এডভোকেট রুমিনা খানম রুমি, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, খালেদুজ্জামান খালেদ ও মরহুম নেতার জেষ্ঠ্যপুত্র, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আকতার উদ্দিন মাহমুদ পারভেজ। সভার পূর্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম আশরাফী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ