• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্বর্ণ পাচারের চেষ্টা কালে আটক চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

চট্টলবীর ডেস্ক :  চেষ্টাকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার ও ১শ’ গ্রাম অলংকার জব্দ করা হয়েছে। এসময় শারজাহ থেকে আগত যাত্রী মো. আতিক উল্লাহকে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। আটক আতিক উল্লাহ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। ৫ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ ঘটনা ঘটে। জানা গেছে, এয়ার এরাবিয়ার জি৯-৫২২ ফ্লাইটে করে শারজাহ থেকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদ থাকায় বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা ২৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য ২ কোটি এক লাখ ৬০ হাজার টাকা ও ১শ’ গ্রাম স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা। পরে উদ্ধার করা স্বর্ণগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, গোপন সংবাদ থাকায় বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে ওই যাত্রীকে আটক করে তার শরীর তল্লাশি করার সময় কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে রাখা স্বর্ণবার উদ্ধার করা হয়। যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজাদারি মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ