চট্টলবীর প্রতিবেদক : আকবরশাহ এলাকায় পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবার শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। পাহাড় ধসে নিহত যুবকের নাম খোকা (৪৫)। ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে । বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে। উল্লেখ্য, আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার জন্য পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগে গত ১১ ফেব্রুয়ারী অভিযান চালিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগে মো. শাহজাহান (৪০) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছিল। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দও করা হয়।