চট্টলবীর ডেস্ক : প্রতি বছরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ঈদে ঘরমুখো মানুষকে যানজটের কবলে পড়ে বিড়ম্বনা পোহাতে হয়। সংশ্লিষ্টদের দাবি, ঈদ উপলক্ষে হঠাৎ সড়কে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিংয়ের ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে এবারের ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানচলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সূত্র মতে, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর বাজার, বুড়িচংয়ে নিমসার বাজার ও চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় যানজট প্রায় লেগেই থাকে। দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড পর্যন্ত বিভিন্ন স্থানে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ান অনেকে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে কুমিল্লা রিজিয়নের ২২টি থানা ও ফাঁড়ির সদস্যদের নিয়ে দুই দফায় ৬৪টি পেট্রোল টিম গঠন করা হয়েছে। এছাড়াও ৩০টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। দুর্ঘটনায় শিকার যানবাহনগুলো সরিয়ে নিতে ৫টি সরকারি ও ১২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া ২টি গোয়েন্দা টিম কাজ করবে। স্থাপন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ কন্ট্রোল রুম ও ৫টি সাব কন্ট্রোলরুম। হাইওয়ে পুলিশের সদস্যদের পাশাপাশি বিশেষ ইউনিফর্মে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের ১০০ প্রশিক্ষিত সদস্য মহাসড়কে কাজ করবে। তিনি বলেন, এরইমধ্যে বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় সভা করে যত্রতত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিং না করতে নিদের্শনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।