• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]

২০৪ কোটি টাকা অর্থপাচারের মামলায় সোনা কারবারি আবুর জামিন স্থগিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

আদালত প্রতিবেদক : আগামী ৮ মে পর্যন্ত ২০৪ কোটি টাকা অর্থপাচারের মামলায় সোনা চোরাকারবারি আবু আহাম্মদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ১২ এপ্রিল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। গত বছরের ৫ ডিসেম্বর আবু আহাম্মদ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে চলতি বছরের ৮ জানুয়ারি আবু আহাম্মদকে জামিন না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন হাইকোট। এরই ধারাবাহিকতায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে আবু আহাম্মদ হাইকোর্ট জামিন চেয়ে আবেদন করেন। পরে ৬ এপ্রিল আবু আহাম্মদকে জামিন দেন হাইকোর্ট। যার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মামলার বিবরণে জানা যায়, ২০৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে আবু আহাম্মদসহ ২০ জনের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ মার্চ কোতয়ালি থানায় মামলা করে সিআইডি। মামলার অভিযোগে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বিএফআইইউ হতে প্রাপ্ত ব্যাংক হিসাব বিবরণী, কাগজপত্র পর্যালোচনা, লেনদেনের ধরন এবং আসামির স্থাবর-অস্থাবর সম্পদ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আসামিরা একে অপরের সহায়তায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকটি ব্যাংক হিসাব নম্বরে ১২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বর্ণ চোরাচালান, চোরাই ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা ও হুন্ডির মাধ্যমে ২০৪ কোটি টাকার পাচারের অর্থ দিয়ে গাড়ি, বাড়ি, মার্কেটসহ বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন। পরে খাগড়াছড়ির দায়রা জজ আদালত আবু আহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জানা গেছে সোনা চোরাকারবারি আবু আহাম্মদ চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ