• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

দেশে স্মরণকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

চট্টলবীর ডেস্ক : দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। সোমবার পর্যন্ত এটিই ছিল বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন।এর আগে গত বছরের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় ১৪ হাজার ৮ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জন-সংযোগ) মোহাম্মদ শামীম হাসান। পিডিবির পরিচালক শামীম হাসান সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮ শ মেগাওয়াট। অবশ্য উৎপাদন, বিতরণ ও সঞ্চালন লাইনের স্বাভাবিক লসের কারণে উৎপাদিত বিদ্যুতের পুরোটা গ্রাহক পর্যায়ে দেয়া সম্ভব হয় না। গত বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল ১৫ হাজার মেগাওয়াট। এ বছর চাহিদা বেড়ে ১৬ হাজার মেগাওয়াট হতে পারে বলে ধারণা করছে পিডিবি। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। গত ১৩ বছরে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বেড়েছে প্রায় ৫ গুন। বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের শতভাগ মানুষ। দেশে চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ