• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

তৃণমূলের এ জনগোষ্ঠীকে অত্যন্ত মমতায় আমাদের এগিয়ে নিতে হবে: লায়ন ইমরান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে সমাজকে এগিয়ে নেয়ার। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে আগাতে না পারলে উন্নয়নের প্রকৃত স্বাদ পাওয়া সম্ভব নয়। তৃণমূলের এ জনগোষ্ঠীকে অত্যন্ত মমতায় আমাদের এগিয়ে নিতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ সব কথা বলেন। অদ্য (বৃহষ্পতিবার) ১৩ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন “স্বপ্নচাষী” স্কুলে শিক্ষাবিদ ও সমাজকর্মী সাফকাত জাহান প্রদত্ত শিক্ষা সামগ্রি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্বপ্নচাষী’র পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পোদ্যোক্তা, সীতাকুণ্ডের কৃতী সন্তান ও সমাজসেবী আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান।
উপস্থিত শিশু-কিশোর ও অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, মা-বাবার স্বপ্নোবপিত জঙ্গল সলিমপুরের এ আবাসন তখনই স্বার্থকতা পাবে যখন আমরা এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগ স্বপ্নচাষী বিদ্যায়তনের মাধ্যমে পাওয়া শিক্ষা অর্জনের সুযোগ কাজে লাগাতে পারবো। কেননা, অর্জিত শিক্ষা কখনো বিফলে যায় না, নষ্ট হবার সুযোগ নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং’র সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, ক্রীড়া সংগঠক ইয়াসিন আরাফাত, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, চন্দনাইশ ছাত্র সমিতি- চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হৃদয়, কমিউনিটি লিডার মণিকা রাণী ধর, স্বপ্নচাষী’র শিক্ষক তানিয়া আক্তার, মুহাম্মদ আজিজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ