স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটের দিন আগামী ২৭ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১৬ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ নির্বা চন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ শূন্য আসনে নির্বা চন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় (শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন ব্যতীত বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০৩, ০৪, ০৫, ০৬, ০৭) ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো। উপ-নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মো. ফরিদউদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিহাব উদ্দিন মো. আব্দুস সালাম ও কামাল পাশা। নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী ভোটার দুই দু লাখ ৫৪ হাজার ১০৯ জন।