স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে সারাদেশে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব উপহার দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, ফিরোজপুর, বাগেরহাট। ১০ পদাতিক ডিভিশনের রামু বাজার, পাঞ্জেখানা বাজার, থোইংগ্যাকাটা বাজার, পানেরছড়া বাজার, চকরিয়া, ফাঁসিয়াখালী, আলীকদম। ১১ পদাতিক ডিভিশনের শাহাজাহানপুর, মাগুড়গাড়িতে অবস্থিত জামুন্না পল্লী বন্ধু স্কুল মাঠ সংলগ্ন এলাকা, নাগেরভিটা এলাকা। ১৭ পদাতিক ডিভিশনের সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী; সুনামগঞ্জ জেলার ছাতক, কোম্পানীগঞ্জ; হবিগঞ্জ জেলার মাধবপুর, লাখাই উপজেলা; ১৯ পদাতিক ডিভিশনের শেরপুর, নেত্রকোনা; ৫৫ পদাতিক ডিভিশনের খুলনা, টুঙ্গিপাড়া, নড়াইল, যশোর; ৬৬ পদাতিক ডিভিশনের পার্বতীপুর, লালমনিরহাট, কাওনিয়া, কুড়িগ্রাম, দেবিগঞ্জ, রাণীসংকাইল; ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ঝিলংজা, লেম্বছড়ি, থিংকুপাড়া, থানচি, পোয়ামহুরী আর্মি ক্যাম্প, ডবলমুরিং, বন্দর এলাকা দামপাড়া, সাইচাল আর্মি ক্যাম্প এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কেরানীগঞ্জ, ঢাকা কটন মিল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা, বাসাবো সবুজবাগ; পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক রামগড়, মানিকছড়ি, গুইমারা উপজেলায় মোট ছয় হাজার ১৩০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, পোলাও চাল, চিনিগুড়া চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাই, নুডুলস, চা পাতা, দুধ, লবণ, আলু, পেঁয়াজ ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।