স্টাফ রিপোর্টার : আজ ২৩ এপ্রিল রোববার ঈদের দ্বিতীয় দিনেও বন্দরনগরী চট্টগ্রাম বলা যায় ফাঁকা। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে চলে গেছেন চট্টগ্রাম নগরের অনেকেই। তাই নগরে মানুষের চলাচল খুবই কম। সাধারণ পরিবহনের সংখ্যাও তুলনামূলক কম। কেউ কেউ পরিবার নিয়ে বেরিয়েছেন পরিবার নিয়ে ঘুরতে। অধিকাংশ দোকানপাট রয়েছে বন্ধ। নগরের আগ্রাবাদ, জিইসি, দুই নম্বর গেইট, মুরাদপুর, বাকলিয়া, আন্দরকিল্লা এলাকায় মানুষের চলাচল তুলনামূলক কম। এদিকে ফাঁকা বন্দরনগরীর নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। থানা পুলিশের পাশাপাশি টহলে রয়েছে সাদা পোশাকের পুলিশ।