• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]

সিএমপি কোতোয়ালির ওসিকে ধাক্কা দেওয়ার ঘটনায় উপমন্ত্রীর বডিগার্ড প্রত্যাহার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : সিএমপি কোতোয়ালির ওসিকে ধাক্কা দেওয়ার ঘটনায় উপমন্ত্রীর বডিগার্ড প্রত্যাহার করে এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার ঘটনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বডিগার্ড সিএমপির বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার তাকে প্রত্যাহার করা হয়। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গত ২০ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরীকে প্রটোকল দিয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল কবির। এ সময় ওসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এএসআই সন্তু শীল। সঙ্গে সঙ্গে ওসি প্রতিবাদ করলে উপমন্ত্রীর বডিগার্ড তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওসি। তখন বডিগার্ড ও ওসিকে অনুষ্ঠানস্থলের পাশের কক্ষে নিয়ে যান মহিবুল হাসান চৌধুরী। ওই দিন রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেন ওসি। সেইসঙ্গে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ