• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূণভার্বে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। সকাল ৮টা থেকে স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমে এই উপনির্বাচন শুরু হয়েছে। সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। চট্টগ্রাম ৮ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ । নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী প্রতিদ্ব›িদ্বতা করছেন। বেশ কয়েকটি কেন্দ্রের নিজ দলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটার উপস্থিতিও রয়েছে সন্তোষজনক। সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ