স্টাফ রিপোর্টার : ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ভেকু দিয়ে গভীর গর্ত করে মাটি কাটার মহোৎসব চলছে। রাতের আধাঁরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের তারাখোঁ রেঞ্জের সরকারী রিজার্ভ এর জায়গা থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে ভূমি দস্যুদের বিরুদ্ধে। এখানে মাটি কাটা ও ভূমি দস্যুতার সাথে সরকার দলীয় যুবলীগ নেতা মো. জামাল উদ্দিন ও স্থানীয় জন প্রতিনিধিরা সরাসরি জড়িত রয়েছে বলে খোদ স্থানীয় আওয়ামী লীগের নেতারাই অভিযোগ করেছেন। বনবিভাগের কঠোর নজরদারীর মধ্যেও এই মাটি দস্যুরা রাতের আধাঁরে সরকারী জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় একাধিকসূত্র জানান, এই মাটি দস্যুদের মধ্যে সরকার দলীয় যুবলীগ নেতা মো. জামাল উদ্দিন বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। দু’একজন তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোন সুফল মিলে না। উল্টো অভিযুক্তরাই প্রতিবাদকারীদের ভয়ভীতি দেখায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের আওতাধীন বড় বেতুয়া এলাকায় বন বিভাগের তারাখোঁ রেঞ্জের সরকারী রিজার্ভ এর জায়গায় মাটি কাটার মহোৎসব চলছে। সংশ্লিষ্টরা ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে ২০ থেকে ৫০ ফুট গভীর গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এদিকে দাঁতমারা ইউনিয়নের আওতাধীন বড় বেতুয়া এলাকায় বন বিভাগের তারাখোঁ রেঞ্জের সরকারী রিজার্ভ এর জায়গায় মাটি কাটার মহোৎসব চলছে দীর্ঘদিন ধরে। এসব বিষয় জেনেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদেরও কোনো মাথা ব্যথা নেই। পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করে কৃষি জমি থেকে অপরিকল্পিতভাবে মাটি কেটে নিয়ে কোটি কোটি টাকা আয় করছে অসাধু মাটি ব্যবসায়ীরা।