স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৯ এপ্রিল শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর রংপুর বিভাগের নেতাদের এক বিশেষ বৈঠকে এ ঘোষণা দেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ২০১৯ সালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এক নম্বর সদস্য হিসেবে পুনর্র্নিবাচিত হন।
এদিন সজীব ওয়াজেদ জয়ের পর আওয়ামী লীগের সদস্য পদ নবায়নের ঘোষণা আসে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তারপর যথাক্রমে আওয়ামী লীগের সদস্য নবায়ন করেন দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, কোষাধ্যক্ষ এ এইচ এম আশিকুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খান, হোসনে আরা লুৎপা ডালিয়া দলের সদস্য পদ নবায়ন করেন।
আওয়ামী লীগের পক্ষ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গঠনগত অনুযায়ী জেলা, উপজেলার নেতাদের দলের সদস্য সংগ্রহ ও নবায়নের বই সংগ্রহ করার কথা বলা হয়।