• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

মাতারবাড়ির সরকারি কর্মসূচির শ্রমিকের টাকা মহিলা মেম্বারের স্বামীর বিকাশে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে সরকারি প্রকল্প অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে কর্মরত শ্রমিকের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাহেনা বেগমের স্বামী আবছারের বিকাশ নাম্বারে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে কর্মরত শ্রমিকের টাকা যাচ্ছে। জানা গেছে, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহেনা বেগম শ্রমিক হিসেবে কাজ করেন সরকারি প্রকল্প অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি) এর অধীনে। তিনি ওই ওয়ার্ডের ইজিপিপি’র ২৯ নম্বর কার্ডধারী শ্রমিক। কিন্তু মাস শেষে বেতন কাগজে কলমে তার বিকাশ নম্বরে পরিশোধ করা হচ্ছে এমন দেখালেও, প্রকৃতপক্ষে সেই টাকা তিনি পান না। চলে যায় তারই ওয়ার্ডের মহিলা মেম্বার রেহানা বেগমের স্বামী আবছারের বিকাশ নম্বরে। ওখান থেকে দয়া করে যা দেন সেটা দিয়ে সংসার চালান শাহেনা বেগম।

ভুক্তভোগী শাহেনা বেগম জানিয়েছেন, শুরুতে শ্রমিক নিবন্ধনের সময় নিজের বিকাশ নম্বর দিলেও অজ্ঞাত কারণে তার নম্বরের স্থলে দেয়া হয়েছে ওয়ার্ড মেম্বার রেহানা বেগমের স্বামী আবছারের নম্বর।
সদ্য শেষ হওয়া ঈদে সন্তানদের কাপড় কিনে দিতে পারেনি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ঈদের আগে বিকাশে ১২ হাজার টাকা বেতন আসে। মেম্বার সেই টাকা দেয়নি। মেম্বার ঘরে গিয়ে কান্না করেছি, ছেলেদের কাপড় ও সেমাই কেনার জন্য টাকা চেয়ে মেম্বারের হাতে পায়ে ধরেছি। তারপরেও টাকা দেয়নি। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ