• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

২২ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলার হাতিয়া একটি ধর্ষণ মামলায় ২২ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল হোসেন আজাদকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। ১ মে সোমবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন আজাদ, নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা এলাকার মৃত মৃত ইব্রাহিমের ছেলে।

র‌্যাব-৭ জানিয়েছেন, ২০০১ সালের ২৪ অক্টোবর নোয়াখালী জেলার হাতিয়া এলাকায় এক নারীকে আসামি ইসমাইল হোসেন আজাদ জোরপূর্বক ধর্ষণ করে। মামলা দায়েরের পর থেকে ধর্ষক আজাদ গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। ২০০৩ সালের ১৬ জুলাই নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল থেকে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় পাঠানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গ্রেফতার ইসমাইল হোসেন আজাদ পরিচয় গোপন করে ২০০৪ সাল থেকে চট্টগ্রাম নগরে বসবাস করছেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযান চালিয়ে অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ