স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, চট্টগ্রাম জেলার যেকোনো স্থানে বাল্যবিবাহ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ২ মে মঙ্গলবার সকালে নগরের শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কের লেডিস ক্লাবে বাল্যবিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারগণের দায়িত্ব, কর্তব্য ও ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি এ ঘোষণা দেন। জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে দ্রæতগতিতে এগিয়ে চলছে। দেশের এ অগ্রযাত্রায় নিকাহ রেজিস্ট্রারগণেরও এক্ষেত্রে বিশাল অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের রেজিস্ট্রি অফিসগুলোর পরিদর্শক (আইআরও) মো. আশরাফুজ্জামান।