কক্সবাজার প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় আজিজুর রহমান (৩০) নামে এক চিংড়ি ঘের মালিককে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে গেছেন ঘাতক। গত ২ মে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ ষোলহিচ্ছার দক্ষিণে নতুন ঘোনা চিংড়ি ঘেরে এ খুনের ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের পুত্র। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। নিহতের পরিবার জানান, আজিজুর রহমান বিগত ৫ বছর পূর্বে প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে স্থানীয় মো. এহেছানের চিংড়ি ঘেরটি কাঁকড়া চাষের জন্য এক বছরের ইজারা নেয়। ঘটনার দিন রাত আটটার দিকে বাড়ি থেকে চিংড়ি ঘেরে যাচ্ছিলেন আজিজ। পথে ষোলহিচ্ছার দক্ষিণে নতুন ঘোনা চিংড়ি ঘের এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী চিংড়ি ঘেরের মালিক জমির উদ্দিনের কর্মচারী মো. ইছহাক তাকে পথ গতিরোধ করে আগের দিন নিয়ে যাওয়া একটি সৌরবিদ্যুতের বাল্ব নিয়ে তর্কে জড়ায়। ওই সময় অন্যান্য ঘের কর্মচারীদের সামনে আজিজ বাল্বটি এনে দেবে জানালেও ইছহাক ক্ষিপ্ত হয়ে চিংড়ি ঘেরের ঘর থেকে ছুরি এনে আজিজুরের পেটে ঢুকিয়ে দেন। তার চিৎকারে শুনে আশপাশের লোকজন আজিজুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বৈদ্যুতিক বাল্ব নিয়ে তর্কাতর্কিতে চিংড়ি ঘেরের এক কর্মচারীকে খুন করা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে পুলিশের টিম অভিযান চালিয়ে যাচ্ছে।