• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

লোহাগাড়ায় রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাঁদামাটি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাঁদামাটি ব্যবহারের অভিযোগ ওঠেছে। ৩ মে বুধবার সকালে উপজেলার কলাউজান এলাকায় বালুর পরিবর্তে কাঁদামাটি ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, গাবতল-পহরচাঁন্দা সড়ক নির্মাণ কাজটি অত্যন্ত নিম্নমানের। দরপত্রের নিয়ম না মেনে কাজ হচ্ছে ঠিকাদারের ইচ্ছে মতো। এলাকাবাসীর অভিযোগ কোন মতেই আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার নিজেকে প্রভাবশালী দাবি করে বালুর বদলে কাঁদামাটির ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কবির আহমদ বলেন, রাস্তা সংস্কারের কাজ পান অন্য ঠিকাদার। তার থেকে কাজের দায়িত্ব নিয়ে গত কয়েকদিন ধরে সংস্কার কাজ শুরু করি এবং ইট নিয়ে আসা হয়। লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় বালু না পেয়ে কাঁদাযুক্ত বালু ক্রয় করা হয়। তবে বালুর পরিবর্তে মাটি এসেছে। এলজিইডি সূত্রে জানা গেছে, লোহাগাড়ার কলাউজান গাবতল-পুটিবিলা পহরচাঁন্দা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইড) আওতাভুক্ত। ২০২১-২২ অর্থবছরে ৮শ’ মিটার সড়কটি প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে কাজটি পেয়েছে এলজিইডি’র তালিকাভুক্ত লোহাগাড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কবির কন্ট্রাক্টর রাস্তা সংস্কার কাজে বালুর পরিবর্তে কাঁদামাটি ব্যবহার করার খবর পেয়ে বুধবার সকালে সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। একইসঙ্গে দ্রæত সময়ের মধ্যে কাঁদামাটি সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ