স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বাঁশখালী কাথারিয়া আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিনকে দাওয়াত না দেয়ায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। যা এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাঁশখালী কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানটি ২৭ এপ্রিল বৃহস্পতিবার হওয়ার কথা ছিলো কিন্তু ইউপি চেয়ারম্যানকে স্কুলের বিদায় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নাই বিধায় এলাকাবাসী বিদায় পণ্ড করে দেয় । বর্তমান ইউনিয়নের মধ্যে তিরিশ হাজার পরিবার নিয়ে গঠিত। যেখানে তিনি একটা পরিবারের মধ্যমনি বা প্রধান ব্যক্তি। তিনি হলেন ইউনিয়ন এর একজন চেয়ারম্যান। একজন চেয়ারম্যানকে সম্মান করতে না পারলে অসম্মান করার অধিকার কারো নাই। এমনকি ইউনিয়ন পরিষদের কোন সদস্যকেও স্কুলের বিদায় অনুষ্ঠানে দাওয়াত পর্যন্ত করা হয় নাই। এ নিয়ে ইউনিয়ন জুড়ে জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বাঁশখালী কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্রদের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যার কে দাওয়াত না দেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ। তিনি একজন এলাকার জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি। স্কুল থেকে যদি এরকম শিক্ষা হয় তাহলে বাইরের লোকেরা কি করবে? এ বিষয়ে জানতে চাইলে কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার স্বাক্ষরের জন্ম নিবন্ধন নিয়ে ছেলেমেয়েরা স্কুলে পড়ে। স্কুলটি আমার বাড়ির পাশে, তারা এমপি, ইউএনও এবং ওসিকে ওই অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। বহিরাগত লোক দিয়ে অনুষ্ঠান চালায়। সে জন্য আমি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের একটি ঘটনা শুনেছি। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।